আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে তিনটি সাংবাদিক সংগঠনের যৌথ নেতৃত্বে শতাধিক সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) বেলা ২ ঘটিকায় নগরীর রামবাবু রোডস্হ অলকা নদী বাংলার নীচে চাউল, ডাল, আলু, পেঁয়াজি, লবন, চিনি, সেমাই, তৈল ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে
এ বিতরণ করেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা
মো: সানোয়ার হোসেন । এসময় ময়মনসিংহে মফস্বল সাংবাদিক ফোরাম ও মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি শিবলী সাদিক খানের নেতৃত্বে বিএমএসএফ ময়মনসিংহের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আমীন, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আজহারুল ইসলাম, আবুল পাশা, সুমন ভট্রাচার্য, সেলিম আকন্দ, মফিদুল ইসলাম লাভলু, লিমা আক্তার, আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।