পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রামপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজমুল সরকার চেয়ারম্যান ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদ।
নাজমুল সরকার বলেন,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদের দিনটি ধনী- গরীব,আশরাফ - আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়।এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসেনা, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে।
নাজমুল সরকার বলেন ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যানকর।