ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বি এন পির সাবেক সহ সভাপতি, জেলা বি এন পির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আজিজুর রহমান ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় ও বিকেলে পুটিজানা হাটকালীবাজারে আউয়াল টেলিকম সেন্টারে নেতা কমীদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন ছাএদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বি এন পির নেতা রবিউল আউয়াল, আনোয়ার হোসেন আনু,আব্দুল হাকিম,আবুব্কর, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদেক প্রমুখ। এড আজিজ বলেন, দলের বিতর কারও সাথে আমার কোন শত্রুতা নেই। আমি কারও উপকার না করলে ও ক্ষতি করি না।দলের নেতাকর্মীদের উপকার করা চেষ্টা করি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সবাই দোয়া করবেন।আল্লাহ তায়ালা যেন সুস্থ করে আগামী দিনে তার সাথে থেকে কাজ করতে পারি আমিন। কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম বলেন, দেশে আজ দুরর্ভিক্ষর দিকে চলে গেছে। শেখ হাসিনা সরকার বি এন পির নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন নেতাদের উপর করেছে এটা বলার মত নয়। আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে যাপিয়ে পড়বো।আমরা ঐক্য বদ্ধ থেকে আন্দোলন সংগ্রম করে যাব।