ফাতেমা শবনম :
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশু সন্তান সহ ৩ জন নিহত ও আহত হয়েছে আরও একজন।
রোববার মধ্যরাতে রাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার হাসমতের মোড় এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে ঢাকাগামী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই কাচামালের ব্যাবসায়ী আমিনুল ইসলাম (৩৬), তাঁর বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭) নিহত হয়। নিহতের ছোট ভাই আকরাম হোসেন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা শেরপুর বাগেরচর এলাকায় বাসিন্দা। ঈদের ছুটি শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন তারা।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।