ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক সংগঠন ভালুকা রিপোটার্স ইউনিটির কমিটি গঠিত হয়েছে। ১৭মে সোমবার সন্ধায় ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিটি গার্ডেনে আনুষ্ঠানিক ভাবে কমিটি অনুমোদন দেয়া হয়।
প্রথম আলো পত্রিকার ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত কে সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার কে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন আহবায়ক কমিটি।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সফিউল্লাহ আনসারি (যায় যায় দিন) ও এ আর ইমরান (দৈনিক ভালুকা প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু (দৈনিক অধিকার) ও সুজিত মিত্র (দৈনিক গনমুক্তি), কোষাধক্ষ মোকসেদুর রহমান মামুন (আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক ওমর ফারুক তালুকদার (দৈনিক নবরাজ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান শান্ত (দৈনিক জনবাণী), ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন (পালাবদল ডটনেট)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, আতিকুল ইসলাম আতিক (দৈনিক নবকল্যান), মামুন ফকির (প্রাইম নিউজ), জসিম আহাম্মেদ (দৈনিক খোলা কাগজ), তোফাজ্জল হোসেন (দৈনিক ভোরের পাতা), আবু সাইদ সরকার (লাল সবুজের দেশ), সারোয়ার হাসান সজিব (দৈনিক আলোকিত সকাল), মো. ইজাজ সরকার (দৈনিক বাংলাদেশ বুলেটিন)।