প্রেস বিজ্ঞপ্তিঃ
শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়,কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
মঙ্গলবার (২৫শে মে) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,ক্রিকেটে দক্ষতার কোন বিকল্প নাই। বিকল্প নাই মানসিক শক্তি এবং ক্রিকাটার চারিত্রিক দৃঢ়তার। জাতীয় ক্রিকেট দল সম্মিলিতভাবে সবাই দায়িত্বশীল,শৃঙ্খলিত এবং প্রতিপক্ষের চেয়ে ভাল ক্রিকেট খেলেছে বলেই সিরজ জয় সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ক্ষেত্রে জাতীয় ক্রিকেট দল এক ধাপ এগিয়ে গেল।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন জাতীয় ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।