আরিফ রববানী, ময়মনসিংহ।।
ত্রিশালের প্রবীন আওয়ামীলীগ নেতা কাঁঠাল ইউনিয়ন আওামীলীগের সাবেক সাধারন সম্পাদক
মরহুম হরমুজ আলী তরফদার এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।২৭শে মে বিকেল সাড়ে ৫টায় কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলাস্থ নিজ গ্রামে স্থানীয় ফজলুল হক ফকিরের রাইস মিল
ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মুফতি হযরত মাওলানা মরহুম হরমুজ তরফদারের নাতি খাইরুল ইসলাম। এ সময় জানাজায় অংশ নেন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ,সাবেক সদস্য ফজলে রাব্বী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার,সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এ এম শোভা মিয়া আকন্দ,সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম মাহবুবুল আলম পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল নয়ন,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম উদ্দিন সরকার, সাধারন সম্পাদক শাহজাহান মাষ্টার,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রতন,কালীর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ওবিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ।
এর আগে সকাল ১০টায় তাঁর বাসভবনে পৌঁছালে তাকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে ও এনজর দেখতে নিকটাত্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সুধীবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ ছুটে যায় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ- ত্রিশালের প্রবীন আওয়ামীলীগ নেতা কাঁঠাল ইউনিয়ন আওামীলীগের সাবেক সাধারন সম্পাদক
মরহুম হরমুজ আলী তরফদার দীর্ঘদিন যাবৎ
হৃদরোগে আক্রান্ত হয়ে সিবিএমসি হাসপাতালে চিকিৎসাধীন থেকে ২৭শে মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটে সিবিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুম হরমুজ তরফদার বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক ছিলেন। রাজনীতির পাশাপাশি কাঁঠাল ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোই ছিলো তার নীতি।যাকে কাঁঠাল ইউনিয়নের মানুষ বিপদে আপদে অভিভাবকের মত সবসময় পাশে পেয়েছেন। রাজনীতিতেও তিনি ছিলেন-আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী এক সাহসী রাজপথ যোদ্ধা। যিনি আওয়ামী লীগের দুঃসময়ে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তার মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ত্রিশাল উপজেলা ও ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।