Header Image

ময়মনসিংহ মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা।।আতঙ্কে শিক্ষার্থীরা।।

স্টাফ রিপোর্টারঃ

 

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সভাপতি অনুপম সাহার অনুসারীরা সাধারন ছাত্রদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত২৫ মে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর উক্ত হামলা চালায়। হামলাকারীরা সকলেই নিষিদ্ধ নেতা ডাঃ উত্তম কুমার বড়ুয়া, যিনি কিছুদিন আগেও দূর্নীতির দায়ে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক পদ থেকে বহিষ্কার হয়েছে বলে সুত্র জানিয়েছে।

ছাত্রলীগ নেতা হিমেল,অনুপম,ফাহাদ,আলম, ওয়াকিল,বোনাস,প্রহর, রিজভী, প্রতীক,রোমান,তুষার, নিলয়,কৌশিক, সৌরভ,ফারহিন,নাঈম,বাবু গংরা প্রতিনিয়তই কলেজ ক্যাম্পাসে দাড়ালো অস্ত্র নিয়ে শোডাউন দেয় বলে অভিযোগে রয়েছে।এরা সবাই উত্তম কুমার বড়ুয়া ও অনুপম সাহার অনুসারী বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে-ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সভাপতি অনুপম সাহা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরই নবীন ছাত্রদের কে বাধ্য করে তার আদেশ-নিষেধ মেনে চলতে। কলেজে অধ্যয়ন করলে সে যা বলে তাই শুনতে হবে এমন প্রস্তাব দেন ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা। অনেকের অভিযোগ তার সকল কর্মকাণ্ড সন্ত্রাস,জঙ্গিবাদ ও সমাজ বিরোধী হওয়ায় শিক্ষার্থীরা অনুপম সাহার আদেশ-নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি তার এমন সমাজ বিরোধী কর্মকাণ্ডের আদেশ নবীণ শিক্ষার্থীরা অমান্য করার জের হিসাবে
সুনিতি কুমার দাসের উপর হামলা চালায় তার অনুসারী সন্ত্রাসী আসফাক কবির প্রহর।এসময় রামদা দিয়ে তাকে খুন করারও চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে সুনিতি কুমার দাস নিজেকে রক্ষার জন্য চলে যাওয়ার মূহুর্তে তার চোখ বরাবর রামদা দিয়ে আঘাত করে। একটু জন্য সে রক্ষা পায় এবং চোখটা প্রায় নষ্ট হওয়ার পথে। এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় সুনিতি দাসকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের আঘাতে আরও অনেকগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে প্রায় ১৫ জন আহত হয়। এই ঘটনায় রাতে আবারো তান্ডব বাড়ানোর জন্য ছাত্র হোস্টেলে পিস্তল, দেশীয় দাড়ালো অস্ত্র,রামদা, রড, প্রায় ১০০ এর মতো অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করে অনুপম সাহার সমর্থকরা । একই ঘটনায় পর দিন ২৬মে ফের হোস্টেলে তান্ডব চালানোর চেষ্টা করলে পুলিশ রাতে রেড দিয়ে সকল অস্ত্র উদ্ধার করে এবং হাতেনাতে যাদের রুমে এবং হাতে পাওয়া যায় তাদের মাঝে ৮ জনকে গ্রেফতার করে অস্ত্র সহ থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন- শান্ত,দুর্জয়,নাবিয়ান , আলামিন, তুষার, রনজিত, নাঈম,মুজাহিদ। বৃহৎ ও প্রভাবশালী একজন নেতার দিক-নির্দেশনায় অনুপম সাহা এবং তার অনুসারী সন্ত্রাসীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ এ সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে এবং সরকার বিরোধী কার্যক্রম করছে বলে তথ্য সুত্রে জানা গেছে।

মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এমন তান্ডব ও সন্ত্রাসী কর্মকান্ডের এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!