সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার সকালে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন- ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ উপজেলা পরিষদের ফুল্লরা শপিং সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন আল মাকসুদ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এসএম হাসমত আলী, ওয়ার্ডভিশন এডিপি ম্যানেজার প্রেরণা চিচিম, স্বাস্থ্য পরিদর্শক ছবি দে, মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া উপজেলায় ৩২২টি টিকা কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৬৩৯৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৪৭৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।