ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সকাল ১১ টার দিকে ধোবাউড়া উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিড রানা চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এবং শিক্ষার্থীর অভিবাবকবৃন্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য ১৮ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সু্বিধার্থে আরও অনেক কার্যক্রম হাতে নেয়া হবে বলেও জানান তিনি।