Header Image

তারাকান্দায় ভূমিহীন গৃহহীনদের ঘর নির্মাণ কাজের গুনগতমান যাচাইয়ে বিভাগীয় কমিশনারের পরিদর্শন।।

 

মোঃ আরিফ রববানী, ময়মনসিংহ।।

তারাকান্দা উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজের স্বচ্ছতা যাচাই-বাছাইয়ে পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

১০ মে বৃহস্পতিবার তিনি পরিদর্শন করে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন কালে তিনি প্রাক্কলন মোতাবেক সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, কামারগাও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় জনসাধারণ। জানাগেছে,উপজেলার কামারগাও ইউনিয়নের কামারগাও গ্রামে-২৯ টি ও রাজদারিকেল গ্রামে ১১ টি ঘর নির্মানের কাজ চলমান রয়েছে।
এছাড়াও এসময় উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!