Header Image

কোনো মাদক কারবারিকে এলাকায় থাকতে দেওয়া হবে না –এসপি আহমার উজ্জামান

খায়রুল আলম রফিক :

 

ময়মনসিংহ জেলাকে মাদকমুক্ত ও ছিনতাই রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা। তিনি বলেছেন, জেলায় মাদক কারবারি , ছিনতাইকারি আর এসপি একসঙ্গে থাকবে না। এসপি থাকলে মাদক ছিনতাই থাকবে না, আর মাদক ছিনতাই থাকলে এসপি থাকবে না। কোনো ওয়ারেন্টের আসামি মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় জামিনে থাকবে, না হয় কারাগারে থাকবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে গোয়েন্দা, থানা পুলিশ অর্থাৎ ময়মনসিংহ জেলা পুলিশ। সেখানে মাদকের সাথে জড়িতরা পুলিশ কিংবা যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসাবে যোগদানের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন, এসপি মোহাঃ আহমার উজ্জামান । মাদক ছিনতাই প্রতিরোধের সাথে ইভ টিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে কৌশলে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। এসপি বলেন, ছিনতাইকারি ,মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, ইভটিজার এরা দেশ-জাতির শত্রু। এদের কোনো ছাড় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন সময়ে এসপি মোহাঃ আহমার উজ্জামান জেলায় মাদক ব্যবসা বন্ধ করতে সতর্কতামূলক প্রচারণা করেছেন । মাদক সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসপি মোহাঃ আহমার উজ্জামান বলেছেন, মাদক ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক সুস্থ্য জীবনে ফিরে আসতে হবে। মাদক ব্যবসা না ছাড়তে পারলে এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। কোনো মাদক কারবারিকে এলাকায় থাকতে দেওয়া হবে না। হয় ব্যবসা ছাড়তে হবে, নয় ময়মনসিংহ ছাড়তে হবে।
জানা যায়, এসপি মোহাঃ আহমার উজ্জামানের নেতৃত্বে ময়মনসিংহে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, নাশকতা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। দলমত নির্বিশেষে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারীদের কঠোর হাতে দমন করে যাচ্ছেন। ময়মনসিংহে যেকোন অপরাধমূলক কার্যক্রম বন্ধে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করছেন । ছিনতাইকারি দমন , মাদক ব্যবসা রোধ অপরাধমূলক যেকোন কার্যক্রমে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান চলবে বলে জানান এসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!