হামিমুর রহমানঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক মারা গেছেন।
নিহত রফিকুল ইসলাম উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের মরজত আলীর ছেলে।
শুক্রবার (১১ জুন) জুমার নামাজের পর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত রফিকুল ইসলাম জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরে তার পাখিকে খাবার দিতে যায়। ছেলে বাড়িতে ফিরার পর তার মা গোসল করতে যায়।
গোসল শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য রফিকুলকে খুঁজতে থাকে তার মা। এ সময় ঘরের দরজা বন্ধ থাকায় তার মা জানালা দিয়ে উকি দেখেন রফিকুল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে। পরে তার চিৎকার, কান্নাকাটি শুনে প্রতিবেশিরা এসে রফিকুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত রফিকুলের চাচাত ভাই রিপন মিয়া বলেন, মুরগির ডিমে তাপ দিয়ে কিভাবে বাচ্চা ফুটাতে হয় তা ইউটিউবে দেখে রফিকুল। সেই অনুযায়ী মুরগির বাচ্চা ফুটানোর যন্ত্র বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যায় রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার আব্দুল হালিম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।