মৃদুল ধর ভাবন, বিশেষ প্রতিনিধিঃ
শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব ৪।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব ৪।
র্্যাব ৪ জানায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। পরে আজ দুপুরে শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আশুলিয়া থানায় তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়ে র্যাব ৪ এর কর্মকর্তারা।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, কোন অপরাধী লোক ছাত্রলীগে থাকতে পারেনা কেউ অপরাধী হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ।