Header Image

ত্রিশা‌লে গর্ভবতী মা‌য়ের স‌চেতনতা প্রশিক্ষণ

ফাতেমা শবনম :

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে ক‌রোনাকালীন সম‌য়ে গর্ভবতী মা‌য়ে‌দের স্বাস্থ‌্য স‌চেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুর উপ‌জেলা প‌রিষ‌দের আ‌য়োজ‌নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‌্যাশনাল কোঅপা‌রেশন এ‌জেন্সী (জাইকা) এর সহায়তায় উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কার্যাল‌য়ের মিলনায়ত‌নে এ প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান মাহমুদা খানম রুমা, উপ‌জেলা স্ব‌াস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা ডাঃ নজরুল ইসলাম, ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডিকেল অ‌ফিসার ডাঃ উ‌ম্মে হা‌বিবা রহমান প্রমুখ। কর্মশালায় সভাপ‌তিত্ব ক‌রেন ইউ‌জি‌ডি‌পি জাইকা প্রক‌ল্পের উপ‌জেলা উন্নয়ন সহায়ক সাহানা পারভীন।

প্রশিক্ষণ কা‌লে গর্ভবতী মা‌য়ে‌দের উ‌দ্যেশ্যে প্রশিক্ষকগণ ব‌লেন, গর্ভকালীন সম‌য়ে মা‌কে পু‌ষ্টিকর খাতার খে‌তে হ‌বে। বাচ্চা জন্মের ১ ঘন্টার ম‌ধ্যে মা‌য়ের বু‌কের শাল দুধ খাওয়া‌তে হ‌বে। বিকল্প কিছু ছয় মাসের ম‌ধ্যে খাওয়া‌নো যা‌বে না। বাচ্চা প্রসবকা‌লে হাসপাত‌লের সরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান ক‌রেন।

প্রসবকা‌লীন সম‌য়ে মা‌য়ের খিচুনী বা রক্তশূন‌্যতা দেখা দি‌তে পা‌রে। প্রস‌বের পর বাচ্চা কান্না না কর‌লে তাকে কান্না করা‌তে হ‌বে ও প্রস্রাব না কর‌লে সা‌থে সা‌থে তা‌কে চি‌কিৎসা নি‌তে হ‌বে। এছাড়াও ক‌রোনাকালীন সম‌য়ে ভাল ক‌রে হাত ধু‌য়ে মাস্ক প‌ড়ে বাচ্চা‌কে খাওয়া‌নোর পরামর্শ প্রদান ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!