ফাতেমা শবনম :
ময়মনসিংহের ত্রিশালে আউশ ও গ্রীষ্মকালীন সময়ে পেঁয়াজ আবাদের নিবিড়তা বৃদ্ধিতে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামাড়বাড়ি ঢাকার সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ একেএম মনিরুল আলম। কৃষিসম্প্রসারণ ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শোয়েব আহমেদের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নেতারা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকগণ ।