আরিফ রববানী, ময়মনসিংহ।।
জন্মদিনে দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক তরুণ মেধাবী রাজনীতিবিদ যুবনেতা এইচ এম ফারুক।
বুধবার (১৬ই জন) সন্ধ্যায় নগরীর চড়পাড়ায় ময়মনসিংহ_স্পেশালাইজড হাসপাতালে
ময়মনসিংহের সূর্য সন্তান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ এর ছোট ভাই ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক এইচ এম ফারুকের জন্মদিনের উৎসব উদযাপন ও প্রিয়নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ স্পেশালাইজড হাসপালের পরিবার সদস্য ও বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ হোসাইন আহাম্মদ গোলন্দাজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুবলীগ নেতা এস কে শান্ত,একে আকাশ, রাজীব সরকার,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের শাখার অন্যতম নেতা রাইন কবির নোয়েবসহ যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় কেক কেটে জনপ্রিয় এই যুবনেতা জন্মদিন উদযাপন করেন।
কেক কাটার পুর্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যুবলীগ নেতা এইচ এম ফারুক-তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ময়মনসিংহ বাসী ও দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধুর স্ব্বপ্নের সোনার বাংলা এখন আর শুধু স্বপ্ন নয়; এখন তা বাস্তব সত্য।
প্রকৃতপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সত্যের বাস্তবায়নই আমাদের দায়িত্ব। আর সে দায়িত্ববোধ থেকেই আমৃত্যু জনগণের সেবা করতে চাই।’ তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে কেক কাটা হয়।