স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেল করেছে বিএনপি। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় বিষ্ফোরক আইন এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ৪-৫শ ব্যক্তিকে আসামী করে মামলা করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুন) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে উত্তর জেলা বিএনপি ও দক্ষি জেলা বিএনপি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার (১৭ জুন) শম্ভূগঞ্জ এলাকার চরকালিবাড়িতে ছাত্রদলের এক আলোচনা সভায় পুলিশ বিনা উস্কানিতে হামলা ও গুলিবর্ষণ করে।
এতে ২০ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয় এবং ১৭ জন গুলিবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন। পাশাপাশি ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং ২৮টি মটরসাইকেল তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলুসহ প্রমুখ।
এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, বিষ্ফোরক আইন এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫শ ব্যক্তিকে আসামী করে হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দ্বিবাগত মধ্যরাতে কোতোয়ালী মডেল থানার এসআই মানিকুল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের শহরতলী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির দাবি ছাত্রদলের ১৭ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। এদিকে পুলিশের দাবি ৬ পুলিশসহ ১০ জন আহত হয়।