আরিফ রববানী, ময়মনসিংহ।।
বাল্যবিয়ে প্রতিরোধে ময়মনসিংহ সদরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বাল্যবিয়ে প্রতিরোধে এ উদ্যোগ নিয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ সহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসাইন বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার এ বিষয়ে সচেতন হওয়ায় সংশ্লিষ্টরাও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। মাঠ পর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রাখছেন।
তিনি বলেন, বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনতা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে। শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার।