
আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ,জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে কোনো ছাঁড় দিচ্ছেনা স্থানীয় সৎ,সাহসী মেধাবী শিক্ষিত যুবক মেজবাহ উদ্দিন শামীমের নেতৃত্বাধীন পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি)। ইউনিয়নের চর ঘাগড়া এলাকায় অবস্থিত এই সংঘটন টি সমাজের এসব অপরাধ প্রতিরোধের মাধ্যমে এলাকার মানুষকে শান্তিতে রাখার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিচ্ছেন সততার দিকে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও গুজব হচ্ছে সমাজের জন্য ভয়ানক ব্যাধি। এসবে যে বা যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুন্দর জীবন অকালেই ধ্বংস হয়ে যায় এই শ্লোগান নিয়ে এলাকার ঘরে-ঘরে গিয়ে সবাইকে মাদক,বাল্যবিবাহ, চুরিসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকার শপথ করাচ্ছেন সংঘটনটির নেতাকর্মীরা। পাড়াইলবাসীকে কোনো সময় মাদককে প্রশ্রয় না দেওয়ার আহবান জানানোর পাশাপাশি মাদকের ব্যাধিতে কোনোভাবে অগ্রসর না হয়ে সবাইকে বিরত থাকতেও আহবান জানিয়ে যাচ্ছেন সংগঠনের পক্ষ থেকে। বাল্যবিবাহ, মাদক,চুরি ঠেঁকাতে সবার আগে তারা প্রতিটি পরিবার থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। স্থানীয় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করে তাদের পড়াশোনায় মনোযোগী করে মানুষের মতো মানুষ গড়ে দেশ ও দশের সেবায় এগিয়ে নিয়ে আসতে চেস্টা করছেন পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) এর পরিচালনা কমিটির নেতাকর্মীরা। পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি)কে জনতার সংগঠনে পরিণত করতে জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে সর্বদায়। তাই যে কোন প্রয়োজনে সাধারন মানুষ এই সংগঠনটির উপর আস্থা রেখে কার্যালয়ে ছুটে আসেন সহযোগীতা পেতে।
জনতার সংগঠন হিসাবে পরিচিত পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) সংগঠনটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। পাড়াইল গ্রামের মরহুম সমাজ সেবক নজরুল ইসলাম লেবু স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের ঐক্যবদ্ধ করে এই সংগঠন টি প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে ২৬ বছরে সংগঠন টি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ইতিমধ্যে ২বার প্রধানমন্ত্রী কর্তৃক ও ২বার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পুরুস্কার অর্জন করে। পরে প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম লেবুর মৃত্যুর পর সংগঠন টির কার্যক্রম থমকে গেলে এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সৎ-সাহসী,শিক্ষিত মেধাবী যুবক শামীম এই সংগঠনের হাল ধরেছেন। ২১সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু করলেও নবনিযুক্ত কার্যকরী কমিটির সভাপতি শামীমের আদর্শের অনুপ্রেরণা স্বেচ্ছায় প্রায় ৭৯১জন সদস্য সংগঠনের কার্যক্রমে অংশ গ্রহণ করে তার নেতৃত্বে
এলাকার মাদক,বাল্যবিবাহ, গরু চুর,ও অসামাজিক কাজের প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সৎ সাহসী শিক্ষিত যুবক শামীমের নেতৃত্বে পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) এর সদস্যরা
মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে তার নিয়মিত পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। চলমান মহামারী করোনা পরিস্থিতিতেও মানুষ যখন ঘর বের হতে না পেরে খাবার সংকটে ভূগছিলো তখনো বর্তমান সভাপতি মেজবাহ উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য নিয়ে অনাহারীদের ঘরে-ঘরে পৌছে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
পাড়াইল গ্রাম প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) এর বর্তমান কমিটির মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক পদে সেলিম জাহাঙ্গীর, সহ সভাপতি পদে বসির উদ্দিন শেখ, চীফ কমান্ডার পদে আব্দুল খালেক শেখ,আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সোহেল সহ স্থানীয় আদর্শবান তরুন দক্ষ যুবকরা এই কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
