ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ৫০০টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর দ্বিতীয় পর্যায়ে আওতায় কবুলিয়ত দলিল সহ নব নির্মিত বাসগৃহ পেয়েছেন।
রবিবার (২০শে জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর ঘোড়াঘাট উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল ও চাবি তুলে দেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাফে খন্দকার শাহানশা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ রুমানা আকতার রোমি, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আজাহারুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মন্ডল, মো. মাহফুজার রহমান, তোৗহিদুল ইসলাম সহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।