সাইফুল ইসলাম তরফদার:
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের রোগমুক্তি কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল করেছে ময়মনসিংহের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার (২০ জুন) বাদ আছর নগরীর ঐহিত্যবাহী সার্কিট হাউজ সংলগ্ন আল হেলাল এ্যাথলেটিকম ক্লাবে এ দোয়া মাহফিল করা হয়।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিবের আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আহসান মো: আজাদ, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম ভুট্টু প্রমূখ।
একই সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম বাবুর আয়োজনে আলোচিত এ ছাত্রলীগ নেতার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করে। একই ইস্যুতে গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল হক শুভ’র আয়োজনে দোয়া মাহফিল করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।