সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ও পৌরসভার বি এন পির নবগঠিত কমিটি অভিনন্দন জানিয়েছেন যুবদল। সোমবার ত্রিশাল উপজেলাযুবদল ও পৌর যুবদলের নেতাকর্মী শুভেচ্ছা মিছিল করে।
মিছিলে নেতৃত্ব দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক মেধাবী ছাত্রনেতা ও বর্তমান যুবদল নেতা শাহ মোঃ শাহাবুল আলম। শাহাবুল আলম বলেন, ত্রিশাল বিএনপি’র একটি শক্তিশালী কমিটি হয়েছে।
তাদের নেতৃত্বে আগামী দিনের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী হবে। যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে মোকাবেলা করবো। একটি মহল আওয়ামী লীগের সাথে যোগসাজশে বি এন পির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। যারা সংবাদ সম্মেলন করেছে বর্তমানে তারা আওয়ামী লীগের এমপির সাথে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ,শফিউল ইসলাম সানি, আতিকুল ইসলাম আতিক, রাসেল মিয়া,মাহমুদুল হাসান সুমন , আনিসুজ্জামান আনিস প্রমুখ।