Header Image

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতে থাকেন। ময়মনসিংহে প্রতিমন্ত্রী শরীফ।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাঁকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে বঙ্গকন্যা যদি না আসতো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম এদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হতো। স্বাধীনতাবিরোধী চিহ্নিত রাজাকার, আলবদর ও ধর্মীয় উগ্রবাদীরা জাতীয় পতাকা গাড়িতে উড়িয়ে ঘুরে বেড়াতো।

বুধবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী-লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিববাড়ীস্থ দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষ শান্তিতে থাকেন। সস্ত্রাস আর জঙ্গীবাদীরা ভয়ে আতঙ্কে থাকে। সর্বোপরি আওয়ামী লীগ মানেই দেশকে এগিয়ে নেওয়া, দেশকে ভালোবাসা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন আর গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সরকার, বারবার দরকার।

মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!