Header Image

ত্রিশালে মেয়র আনিছের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিতষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী লীগের জনপ্রিয় রাজনীতিবিদ, ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছের আয়োজনে ত্রিশাল পৌর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও প্রতিতষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধাননমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় পৌরসভা হলরুমে কয়েকশত আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মী সমবেত হয়ে, জয়বাংলা জয়বঙ্গবন্ধু শুভ শুভ শুভদিন, আওয়ামীলীগের জন্মদিন “স্লোগানে স্লোগানে ” মুখরিত করে তুলে পৌর কার্যালয় এলাকা।এ সময় মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন পৌর মেয়র আনিছ প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও ত্যাগের ফসল এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান জননেত্রী শেখ হাসিনাসহ দলের দায়িত্বে থাকা সকলস্তরের নেতৃবৃন্দদের প্রতি মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। পরে জননেতা মেয়র আনিছ আগামীদিনে দলের ধারাবাহিক অগ্রযাত্রা সাফল্য কামনা করে প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠান শেষ সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!