
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বুধবার (২৩ জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় করোনার জন্য সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
করোনা মহামারির কারণে দিবসটি পালনের জন্য আওয়ামী লীগ সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে – সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন -উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. কেবি এম আমিনুল ইসলাম খাইরুল, পৌরসভা মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া , আওয়ামী লীগ নেতা এড ইমদাদুল হক সেলিম প্রমুখ ##