Header Image

ঘোড়াঘাটে গৃহবধু হত্যা না আত্মহত্যা?

মোঃ আনভিল বাপ্পি,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ডিঘিপাড়া গ্রামে শ্যামা বেগম (২১) নামের এক গৃহবধু-হত্যা না আত্বহত্যা করেছে ? এ নিয়ে এলাকাবাসির মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ডিঘিপাড়া গ্রামে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে হত্যা অভিযোগ উঠেছে।

ঘটনার সময় তাদেও মধ্যে ঝসড়া ফাসাদের এক পর্যায়ে স্বামী রুবেলসহ তার লোকজন মিলে গৃহবধুকে বেদম মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে গৃহবধু মৃত্যুর কোলে ঢোলে পরলে তড়িঘড়ি করে তার পরনের ওরনা গলায় পেছিয়ে তাকে সয়ন ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আসামীরা পালিয়ে যায়।

অপর দিকে প্রতিবেশীর মধ্যে কেউ বা বলছে গৃহবধু স্বামীর সাথে অভিমান করে নিজের পরনের ওরনা পেছিয়ে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা হয়েছে। এ ঘটনায় ঘোড়াঘাট থানা পুলিশ গৃহবধুর সুরতহাল রিপোট তৈরী করে লাশ মায়না তদান্তর জন্য মর্গে পাঠিয়েছেন।

অপর দিকে গৃহবধুর স্বামী-শশুর-শাশুরীসহ বাড়ীর সকলে পালিয়েছে। জানাযায় গৃহবধু শ্যামা বেগমকে গত ৩-বছর আগে জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার নওগা এলাকার আঃ হাকিমের কন্যাকে বিয়ে করেছিল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডিঘিপাড়া গ্রামের রুবেলের সাথে। তাদের গর্ভে ফুটফুটে একটি কন্যা সন্তান জম্ম গ্রহন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!