Header Image

চিকিৎসার জন্য বিত্তবানদের সাহায্য চায় ত্রিশালের সোহেল।।

ফাতেমা শবনমঃ

 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের রাগামারা এলাকার মোঃ সোহেল তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। আহত সোহেল দীর্ঘদিন যাবৎ পঙ্গুত্বের অভিশাপ নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

আহত সোহেলের গ্রামের বাড়ী ত্রিশাল উপজেলার
৬নং ত্রিশাল ইউনিয়নের রাগামারা এলাকায়। সে
স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতেন। গত ২০১০ সালের ৪ঠা নভেম্বর কোম্পানির স্টাফ গাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়,

অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়, এখানে পরীক্ষা করে দেখে তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে যায়,

তারপর অপারেশন করা হয়, দুই সপ্তাহ পর সাভার সি আর পি থেরাপির জন্য পাঠানো হয় সেখানে দুই মাস চিকিৎসা হয়, সি আর পিতে দুই মাস চিকিৎসার পর হুইল চেয়ার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সোহেলকে।সি আর পিতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় ডাক্তার বলেছেন আর সুস্থ্য হবে কিনা বলা যায় না।

ওষধের জন্য মাসে ২০০০/২৫০০ টাকা প্রয়োজন পড়ে।আজ দশ বছর হুইল চেয়ারে চলাফেরা জীবন যাপন করছেনন তিনি, হাত পা নাড়াতে পারেন না, প্যারালাসিস হয়ে যায়, হাত দিয়ে খেতে পারেনা, খাওয়া দাওয়া ও প্রস্রাব পায়খানা সমস্ত সব স্ত্রী উপর নির্ভর করে।

সোহেল এর দুইজন ছেলে ও মেয়েকে নিয়ে খুব কস্টে মধ্যে জীবন যাপন করছেন , এক দিকে নিজের খরচ অন্যদিকে ছেলে মেয়ে লেখা পড়ড়া খরচ, অভাবের সংসার। সোহেল এর বাবা কৃষি কাজ করতো এখন হার্ডের সমস্যার কারনে কিছু করতে পারেনা, সংসারে উপার্জন করার মত কেউ নেই।

আসুন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় মানবতার সেবায়।আপনারা দয়া করে সোহেলকে আর্থিক সহযোগিতা করুন, কেউ সাহায্য করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন-বিকাস-

বিকাশ একাউন্ট
01751199347, নগদ একাউন্ট্,01679157641

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!