Header Image

ভালুকায় মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের।

আনোয়ার হোসেন তরফদারঃ

ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৬জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার
মৃত দুদু শেখের ছেলে আজিজুল(৪৮) এবং একই উপজেলার মৃত আজিমউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

আহত হয়েছেন আজিজ এর ছেলে মোঃ রমজান (২৬) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন।

তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।

আল মামুন বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘গুরুতর আহত পিকআপের চালক রমজানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!