আনোয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকায় অভারটেক করতে গিয়ে এক ফকলিফটের সাথে আরেক ট্রাকের সংঘর্ষে মাঝখানে পিষ্ট হয়ে ঘটনাস্থলের এক পথচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও ২জন।
রবিবার (২৭জুন) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের মেহেরাবাড়ী মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের (৩৫) পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন মেহেরাবাড়ী এলাকায় অবস্থিত সুলতানা সুয়েটারের নিরাপত্তা কর্মী শামসুল হক (৩৫) ও আরেক জন অজ্ঞাত। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচাজ মো. মশিউর রহমান বলেন, ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাককে একইগামী একটি ফকলিফট অভারটেক অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ লেখে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় দুই গাড়ীর মাঝখানে চাপা পড়ে একজন নিহত ও দুই জন আহত হয়।
নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও ফকলিফট দুটো ফাঁড়িতে রাখা হয়েছে।