আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে জুন রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত / ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
সমর কান্তি বসাক, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) গণ।
এছাড়াও সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন। সভায় ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা নিয়ে আলোচনা করা হয়।
সেবা গ্রহীতাদেরকে সহজে, স্বল্পতম সময়ে এবং স্বল্পতম ব্যয়ে ভূমি সেবা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।