আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রবিবার তাদেরকে পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোধী চলমান অবিযানের অংশ হিসাবে ডিবির এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার গোরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে ডেংগা নামক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে। তারা হলো, শহিদ মিয়া ও সাইফুল ইসলাম। অপর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের জাহাঙ্গীপুর থেকে ৬ গ্রাম হেরোইনসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, মোঃ নাহিদ মিয়া ও রেজাউল করিম। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।