সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইনের উদ্যোগে প্রায়
৬ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছিলো তা দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এরই ধারাবাহিকতায় গত শনি,রবি, সোমবার ও মঙ্গলবার(২৯ জুন) উপজেলার আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় গোরস্হান প্রাঙ্গন,আন্ধারিয়া কানাইপার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, উপজেলা শিক্ষাঅফিস চত্বর,কাহালগাও, দুলমা,গোহীনাথপুর,আছিম ও নাওগা ইউনিয়নের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকগন বিভিন্ন ফুলের ,কাঠাল, পেয়ারা, আমলকী, দেশী নিম,সুপারি ও মেহগনি গাছের প্রায় ৫০০ চারা রোপন করেন।
এসময় উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার, এডমিন সাদিয়া নূর,আদনান সরকার,শাকিল চৌধুরী,সাকিল,মর্তুজা,মোমেন,লি মন, রাফসান,জয়,ফুয়াদ,মারুফ,
মেহেদি,রিয়েল প্রমুখ।এডমিন সাদিয়া জানান ইতিমধ্যে আমরা ফুলবাড়িয়ার বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার গাছ লাগিয়েছি।
এছাড়াও আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্নতা ঘোষণা করে বিভিন্ন জায়গায় আমাদের গ্রুপ এর স্বেচ্ছাসেবীদের সহায়তায় আরও প্রায় ১ হাজার গাছ লাগানো হয়েছে।
উল্লেখ্য ফুলবাড়িয়ার প্রকৃতি রক্ষায় গত ১০ জুন বৃহস্পতিবার সদরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ এর চারপাশে বিভিন্ন জাতের গাছের চারা লাগিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়িয়া হেল্পলাইন এর উপদেষ্টা ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক।##