Header Image

ঘোড়াঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্ণবাসন ও কৃসি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে কৃষি অফিসের সামনে এ বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

 

ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৫০ জন কৃষকে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ১০ কেজি আমন ধানের বীজ দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!