আরিফ রববানী, ময়মনসিংহ।।
করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারী ও বেসরকারী অফিসসহ সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে।এতে স্বাস্থ্যবিধি মানাতে বৃহস্পতিবার থেকেই মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এব্যাপারেব মন্ত্রণালয় থেকে নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩০জুন ) ময়মনসিংহ মহানগরীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। বিজিবি ও পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহ্বান জানানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ময়মনসিংহ মহানগরী বিভিন্ন এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক না পরায় ৪১ মামলায় ২৭০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, মাঈদুল ইসলাম,জিনিয়া জামান,এটি এম আরিফ, সিবগাত উল্ল্যাহ,আজওয়ান হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ২৮মামলায় ও সহকারী কমিশনার ভূমি মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে ১৩মামলায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান- ১লা জুলাই বৃহস্পতিবার থেকে এই অভিযান আরো কঠোর ভাবে পরিচালিত হবে। ১লা জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করবে।তিনি জানান- ১লা জুলাই নগরীর পাটগুদাম হতে শম্ভগঞ্জের আশপাশা এলাকায় ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, দিঘারকান্দা ও তার আশেপাশের এলাকায় ম্যাজিস্ট্রেট জিনিয়া জামান,কাচিঝুলি ও রহমতপুর বাইপাস এলাকায় ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান,সি কে ঘোষ রোড হতে চড়পাড়া হয়ে দিগারকানান্দায় ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ,আকুয়া-ফুলবাড়িয়া-বাইপাস ও তার আশপাশের এলাকায় আজওয়াদ হোসেন,নতুন বাজার-টাউন হল- পার্ক-ডিসি অফিস-আনন্দমোহন কলেজ এলাকায় ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড হতে ৬ নং ওয়ার্ড ও তার আশপাশের এলাকায় মোহাম্মদ মেহেদী হাসান, ৭-১২ নং ওয়ার্ডে মনোরঞ্জন বর্মন, ১৩থেকে ২৫নং ওয়ার্ড ও তার আশপাশের এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ২৬ থেকে ৩৩নং ওয়ার্ড এলাকায় মোসাঃ নিকহাত আরা,গৌরীপুর-ঈশ্বরগঞ্জ- নান্দাইল উপজেলায় ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,ভালুকা ও ত্রিশাল উপজেলায় মাঈদুল ইসলাম, ফুলবাড়িয়া -মুক্তাগাছা উপজেলায় এরশাদুল আহমেদ সহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি গণও মাঠে থাকবেন। স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের মাধ্যমে করোনামুক্ত ময়মনসিংহ জেলা উপহারে সহযোগীতা করতে ময়মনসিংহ বাসীর প্রতি আহবান জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।