স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক , ফুলবাড়িয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের লাহেড়ীপাড়া নিবাসী শাহজাহান কবির আজ বুধবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাদ আছর ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ : ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এর মৃত্যুতে জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা’র সহ- সাধারন সম্পাদক, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা’র নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মহা-সচিব এবং বর্তমানে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মরহুম শাজহাজান দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কখনো পাওয়ার আশা করেন নি। মন থেকে দলকে ভালবাসতেন। তার মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলা তথা জাতীয় পার্টী একজন নিবেদিত কর্মীকে ও নেতা কে হারাল।