মূদুল ধর ভাবন,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা শ্রমিক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন মৃধার তার জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) উদযাপিত হয় তার জন্মদিন। জন্মদিনে কেক কাটার আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন দলের নেতৃবৃন্দ। বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আনন্দের সহিত তার জন্মদিনের কেক কাটেন।
আনন্দঘন শুভ জন্মদিনে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু, উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজু, থানা যুবদল নেতা দেলোয়ার হোসেন মন্ডল, আনোয়ার সুলতান, ওয়ার্ড যুবদল নেতা, দেলোয়ার মোল্লা, হাফিজ উদ্দিন, শামসুল, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকদল নেতা সিরাজ, যুবদল নেতা ইউনূস দেওয়ান, উপস্থিত ছিলেন ১ থেকে ৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। অবশেষে নেতাকর্মীরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।