আরিফ রববানী, ময়মনসিংহ।।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহে দ্বিতীয় দিনেও জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬.০০ টা হতে পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছে।
এই অভিযান চলবে রাত ১০টা পর্যন্ত। সকালে অভিযান কার্যক্রম তদারকি করতে সকাল থেকেই রাস্তায় নেমেছেন ময়মনসিংহে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার
উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আয়েশা হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সমর কান্তি বসাক।
দ্বিতীয় দিন শুক্রবার দুপুর ১১-৪৫ পর্যন্ত পরিচালিত লকডাউনে অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত মাস্ক না পরায় ও স্বাস্থ্য বিধি না মানায় ময়মনসিংহ জেলায় সর্বমোট ১৮৭ মামলায়-১,৩২,০৩০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে জেলা প্রশাসনঃ ৯২ মামলায় ৬৫,২৫০টাকা,বিভিন্ন উপজেলা প্রশাসন ৮৪ মামলায় ৬৪,৭৮০ টাকা,ময়মনসিংহ সিটি করপোরেশনঃ ১১মামলায় ২০০০ টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন।
পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করছেন। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এনামুল হক। তিনি অভিযান সফল করতে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।