মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে সারাদেশে শাটডাউন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তারই প্রেক্ষিতে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি এবং গ্রাম পুলিশ সহ শাটডাউনে জনসচেতনতা করার লক্ষ্যে মাঠ পর্যায়ে হুঁশিয়ারি বার্তা প্রদান করে।
তাছাড়া শাটডাউন এর প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত ১২ নং চান্দ্রা ইউনিয়নের হাট-বাজার হতে শুরু করে সর্বস্তরে সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী ইউনিয়ন গ্রাম পুলিশ ও ইউপি চেয়ারম্যান সহ জনগণ সচেতনতা ও মাক্স ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বলেন চান্দ্রা চৌরাস্তায় মাক্স বিতরণ করেন গ্রাম পুলিশসহ সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য সবাইকে উদ্বৃত্ত করেন এবং ১২ নং চান্দ্রা ও চৌরাস্তা সরকারি আইন মেনে দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করেছেন এবং শাটডাউন মানতে সবাইকে ঘরে থাকার জন্য বলেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় তার জন্য অনুরোধ জানিয়েছে।
তাছাড়া ইউনিয়ন গ্রাম পুলিশ মাক্স ব্যতীত কাউকে চলাচল করতে দেয়নি এবং শাটডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে ভূমিকা পালন করার চেষ্টা চালিয়ে যাবে।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী কে মাক্স বিতরণ ও জনগণকে সচেতন করার লক্ষ্যে যে সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন, মোঃ রশিদ, মোঃ আলমগীর, মোঃহারুন, মোঃ লোকমান গাজী, মোঃ জয়নাল, মোঃ আবুল, জ্যোতিষ ও আমির গাজী।