মোঃ আনভিল বাপ্পি, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাতদিনের কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি অফিসসহ দোকানপাট এবং যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানপাট খুলে চায়ের দোকান গুলোতে লোকজনের আড্ডা করতে দেখা যায় ।
গতকাল লক ডাউনের তৃতীয় দিনে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, র্যাব ও সেনাবাহিনী হার্ড লাইনে গিয়ে ঘোড়াঘাট সদর, বলাহার হাট, ডুগডুগীরহাট ও রানীগঞ্জ হাটে ব্যাপক অভিযান চালায়। লকডাউনে অভিযানে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী ও র্যাব।
তিন দিনে মোট ২ জনের ৭ দিন করে জেল, ৬টি অটো চার্জার জব্দ ও শনিবার মোট ২৪ জনের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনকে ৫’শ টাকা করে, ১ জনকে ৫ হাজার টাকা ও ৪ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে।