Header Image

ত্রিশালে অজ্ঞাত বৃদ্ধার পাশে দাঁড়ালেন ওসি

খায়রুল আলম রফিক :

 

ময়মনসিংহ ত্রিশাল উপজেলা সদরে ডাকবাংলোর সামনে নোংরা কাপড় পরিহিত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন বছর ষাটের অজ্ঞাত বৃদ্ধা ।

 

নিরুত্তাপ ছিলেন পথচারি সাধারণ মানুষ, শরীরে ঘা আর পোকা ধরেছে, ধুর্গন্ধ, ভনভন করছে মাছি।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঘটনা। বিষয়টি নজড়ে পড়ে স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান মিনহাজের।

মিনহাজের মাধ্যমে মহিলার খবর যায় ত্রিশাল থানার ওসি মো: মাঈন উদ্দিনের কাছে । তাৎক্ষনিক ওসি মো: মাঈন উদ্দিন ঘটনাস্থলে এসে গোসল করিয়ে চুল কেটে নতুন কাপড় পড়িয়ে বৃদ্ধাকে ধরাধরি করে তুলে নিয়ে যান ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । প্রাথমিক চিকিৎসা শেষে নিজের গাড়িতে তুলে নিয়ে ঠাঁই করে দেন, পাশ্ববর্তী ভালুকা উপজেলার সারা মানবিক সংস্থায় ।

ত্রিশালের প্রথিতযশা সাংবাদিক শামীম আজাদ আনোয়ার জানান, কয়েক বছর ধরেই এই মহিলাকে ত্রিশালে ঘোরাফিরা করতে দেখা যেত । শরীরের পোকা বাসা বেঁধেছিল । শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে ঠিকমত চলাফেরা করতে পারতেন না। হাটলেই কষ্ট হত তার।

ওসি মো. মাঈন উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশের প্রধান কাজই হচ্ছে মানবিকতা । করোনার কঠিন এ পরিস্থিতে আমাদের আরও মানবিক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!