আরিফ রববানী, ময়মনসিংহ।।
নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল অাহাদ খানের মানবিকতায় ৭ দিনের খাবার পেলো ২০বেদে পরিবার। কঠোর লকডাউনে সচেতনতামোলক প্রচার ও মাস্ক বিতরণের পাশাপাশি নদীতে বসবাসরত ২০ টি বেদে পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার প্যাকেজ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান।
সুত্র মোতাবেক জানা গেছে-করোনা ভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নে শনিবার ৩ রা জুলাই ওসি আব্দুল আহাদ খান মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে জনসচেতনতা মোলক প্রচারে বের হয়ে সরকারি দায়িত্ব পালন কালীন তিনি কলমাকান্দায় ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে মাস্ক নিয়ে গিয়ে মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। এসময় বেদে পরিবারের এক বৃদ্ধা করুণ কন্ঠে ওসিকে বলেন-ময়ালে (গ্রামে ফেরী করতে) যাইতারিনা খাওনের কিছু নাই স্যার, মাস্ক দিয়া কি করতাম? পেটে খাওয়ুন নাই!! বৃদ্ধার এমন কষ্টের কথা শুনে ওসি আব্দুল আহাদ খান তার ব্যক্তিগত তহবিল থেকে সেখানে অবস্থানরত ২০টি বেদে পরিবারকে প্রত্যেক পরিবারের মাঝে এক সপ্তাহের করে খাদ্য সামগ্রী বিতরন করছেন। খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল,ডাল,আলু,পিঁয়াজ,রসুন,আদা
,লবন,মসলা,গোসলের সাবান,কাপড় কাচার সাবান,মাস্ক,মুড়ি,চিড়া ইত্যাদি। পরে ওসি আব্দুল আহাদ খান বিষয়টি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে তার মানবিকতার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
বেদে পরিবারের কয়েকজন বৃদ্ধা ওসির মানবিকতায় খুশী হয়ে বলেন, থানার ওসি মহোদয়ের মানবতার কারণে আমরা একসপ্তাহের খাবার পেয়েছি। খাদ্য পেয়ে আমরা ২০ পরিবারের সবাই খুশি। পরে তারা মানবিক ওসিকে ধন্যবাদ জানিয়ে মহান সৃষ্টি কর্তার কাছে ওসি ও তার পিতা-মাতা এবং পরিবারের সবার জন্য দোয়া করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আহাদ বলেন, মানুষের সেবা করাই পুলিশের ধর্ম। ওই ২০ পরিবারের কাছে মাস্ক বিতরণ করতে গিয়ে জানলাম তাদের ঘরে খাদ্য নাই,শিশু বাচ্চাদের নিয়ে অনাহারে আছে,সকাল থেকে কিছুই খায়নি তারা, তাদের মুখে এই কথা শুনে আমার কাছে খারাপ লাগছিলো,ওদেরকে কিছু খাবার না দিয়ে দুপুরের খাবার খেতে ইচ্ছে করছেনা! তাই নিজের সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী এবং নিত্য পন্যের ব্যবস্থা করলাম। আমরা পুলিশ,আর পুলিশের ধর্মই মানব সেবা,তাই অনাহারীর মুখে খাবার দিতে পেরে আমিও অনেক আনন্দিত। তবে মানুষের যেকোনো সমস্যার কথা জানতে পারলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।তিনি দেশবাসীকে জনকল্যাণে মানুষের পাশে থাকার আহবান জানিয়ে বলেন-চলুন আর্ত মানবতার সেবায় প্রত্যেকেই অসহায় মানুষের পাশে থাকি।