সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার পুরাতন গরুহাটা বাইতুল নুর জামে মসজিদে মুসল্লিদের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হয়। শনিবার মাক্স ও সাবান বিতরণ করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া।
এ সময় সঙ্গে ছিলেন পৌর সচিব মোঃ হারুনুর রশিদ, কাউন্সিলর ছাইফুল ইসলাম, শাকির আহাম্মদ খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র গোলাম কিবরিয়া বলেন, অযথা কেউ ঘোরাফেরা না করি।
মাত্র সাতটা দিন একটু লকডাউন এ থাকার চেষ্টা করি। করোনা মহামারী থেকে বাঁচার জন্য লকডাউন এর বিকল্প নাই। আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি । মেয়র আরো বলেন, পৌরসভার গরীব ও হতদরিদ্র দের পাশে বিগত দিনে ছিল এখন আছে।
বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারি চলাকালে অভাবী মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। আসুন আমরা সকলেই মাক্স ব্যবহার করি। ##