ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ফুলবাড়িয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের লাহেড়ীপাড়া নিবাসী শাহজাহান কবির ৩০/০৬/২০২১ ইং বুধবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঐ দিন বাদ আছর ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে তা,র নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এর মৃত্যুতে জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা’র সহ- সাধারণ সম্পাদক,ফুলবাড়ীয়া উপজেলা জাপা,র অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল,ফুলবাড়ীয়া উপজেলা জাপা, র আহ্বায়ক আলহাজ্বূ নাজমুল হক সরকার, যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি,এড. শামসুল হক, যুগ্-আহ্বায়ক ও ফুলবাড়ীয়া জাতীয় ছাত্র সমাজের সভাপতি এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, যুগ্-আহ্বায়ক ডা: আব্দুস সালাম, মৌলানা আশরাফ আলী সিদ্দিীকী, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবক পার্টী,র সভাপতি তোফাজ্জল হক তোতা,ফুলবাড়ীয়া জাতীয় যুব সংহতি, র আহ্বায়ক, মো: হাকিম মনির,সিনি: যুগ্ম- আহ্বায়ক কামরুজ্জামান মামুন,ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক পার্টি, র সাধারন সম্পাদক, ডা: সবুর রফিক,ময়মনসিংহ জেলা জাতীয় তরুন পার্টি, র সদস্য সচিব, মো: সিরাজুল ইসলাম, ফুলবাড়ীয়া পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক,আব্দুল খালেক, যুগ্ম- আহ্বায়ক বদরুল আনাম সিদ্দিকী রীপন,এক,সমবেত(যুক্তবিবৃতি) তে শোক প্রকাশ করেছেন।এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা গ্যাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মরহুম শাহজাহান কবীর দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কখনো পাওয়ার আশা করেন নি। মন থেকে দলকে ভালবাসতেন। ফুলবাড়ীয়া জাপা শাহজাহান কবীরের অবদান চিরদিন স্বরণ রাখবে।
নেতৃবৃন্দ আরও বলেন লক ডাউন শেষ হলে ই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ফুলবাড়ীয়া জাপা র উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।শাহজাহান কবীরের মৃত্যুতে ফুলবাড়িয়া উপজেলা তথা জাতীয় পার্টি একজন নিবেদিত কর্মী ও নেতাকে হারাল।আমিন।