মৃদুল ধর ভাবন,বিশেষ প্রতিনিধিঃ
গাজিপুর মহানগর কাশিমপুর থানাধীন জিরানী বাজার পুলিশ চেকপোষ্ট এর সামনে থেকে মাদক ও টাকাসহ তিন যুবককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে জিরানী বাজার পুলিশ চেকপোষ্ট থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় মহামারি করোনাভাইরাস এর প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে কাশিমপুর থানাধীন জিরানী বাজার পুলিশ চেকপোস্ট দিয়ে নাম্বার বিহীন একটি মোটরসাইকেলে তিনজন আরোহী আসে তাদের গতিবিধি সন্দেহজনক হলে মটর সাইকেল থামিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৬ হাজার চারশত টাকা উদ্ধার করা হয়। পুলিশ চেকপোষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালত পাঠানো হবে।