by SF News
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক কমেন্ট নিয়ে মারামারির ঘটনায় কলেজ শিক্ষার্থী খুন। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে বিরোধের জের ধরে ( সিডস্টোর এলাকার পলাশ গ্ৰুপ ও মেহেরাবাড়ি এলাকার সাব্বির গ্ৰুপের দ্ধন্দ্ধে) উপজেলার সীডস্টোর বাজার এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো: নাঈম (১৮) গুরুতর আহত হলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকায় আগারগাঁওয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়।
নিহতের প্রতিবেশীরা জানান, ফেসবুক কমেন্টের বিষয়ে আলোচনা করতে গেলে সাঈম দু’পক্ষকে মিলিয়ে দিতে চেষ্টার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় সাব্বির গ্ৰুপের আঘাতে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল দুপুরে সিডস্টোর এলাকার মিরাজকে মেহেরাবাড়ির সাব্বির মারধোর করে। এই ঘটনার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী।
নিহত সাঈম স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ বিষয়ে তথ্য পেয়েছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Post Views:
৬১৫