আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক এনামুল হকের নির্দেশনায় মাঠ চষে বেড়াচ্ছেন
জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন ম্যাজিস্ট্রেট গণ। প্রতিদিন ভোর ৬.০০ টা হতে রাত ১০.০০ পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন তারা।
আইন অমান্যকারীদের কে আইনের আওতায় এনে জরিমানাও জেলার সমস্ত কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি মাঠে নেমে তত্ত্বাবধায়ন সহ নিয়মিত পরিদর্শন করছেন জেলা প্রশাসক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী করোনার সংক্রমণ প্রতিরোধে অভিযান পরিচালনাকালে অভিযান স্থলে গিয়ে অভিযান কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),
সমর কান্তি বসাক।
জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে।
জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে অভিযান কে সফল করতে সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগিতা প্রত্যাশা করেন জেলা প্রশাক এনামুল হক।