
মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,করনা মহামারির প্রতিকূল পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষ দের জন্য উপহার দেওয়ার ঘোষণা করেন।
তারই প্রেক্ষিতে চাঁদপুর সদর ১২ নং চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সন্তান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী, তত্ত্বাবধানে ৭ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকা হতে ৫০০ টাকা করে ৭০০ জনকে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ,,চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানার এস আই মুজিবুর রহমান ও এসআই শাহ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল খান ও মোঃ হাবিবুর বাশার খন্দকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর শেখ এবং ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাজু পাটোয়ারী।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার তাপস কুমার মজুমদার ও ওয়ার্ড মেম্বারগন উপস্থিত ছিলেন।
। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ কালে ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উপহার সঠিক সময়ে সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ।
করোনা মহামারী কারণে আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষ গুলো কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই এই প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য।
সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কর্মহীন অসহায় মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।