Header Image

ভালুকায় চলছে লকডাউন কঠোর অবস্থানে সেনাবাহিনী

 

আনোয়ার হোসেন তরফদারঃ

 

ময়মনসিংহের ভালুকায় কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের ৭ ম দিনে স্থানীয় প্রশাসনের তৎপরতায় এবং কঠোরতায় জনসাধারণ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হচ্ছে। যারা লকডাউনের আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে করা হচ্ছে মামলা আদায় করা হচ্ছে জরিমানা।

বুধবার (৭জুলাই) করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের ৭ম দিনে সকাল থেকে সেনাবাহিনীর ভালুকা উপজেলার দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা এবং ভরাডোবা হাইওয়ে পুলিশের সদস্যরা ভালুকা পৌর এলাকায় যারা আইন না মানে তাদের কে বুঝিয়ে, এবং মটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার এবং সকল নিয়ম কানুন স্বাস্থ্য বিধি মেনে চলতে আহবান করেন।

 

এবং প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে বলেন। সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যদি কোন ব্যক্তি সুনির্দিষ্ট কারন দেখাতে না পারেন তাদের কে অর্থ দন্ড করা হচ্ছে ।

সকাল থেকে সেনাবাহিনী, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকায় টহল বৃদ্ধি করে। দূরপাল্লার যানবাহন ছাড়া ট্রাক, অটো রিকসা, পিকআপ চলাচল করতে দেখা গেছে। মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে।অপর দিকে ভরাডোবা ক্লাবের বাজারের অসহায় ফাতেমা কে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী প্রধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!