Header Image

ফুলবাড়িয়ায় প্রবাসী  সংগঠনের আর্থিক সহায়তা  উদ্বোধন করেন  আশরাফুল ছিদ্দিক 

  ফুলবাড়িয়া( ময়মনসিংহ)   প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নগদ আর্থিক সহায়তা  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।
রবিবার বিকালে প্রবাসী পরিবার মানবিক সংগঠন ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায়   গরীব ও হতদরিদ্র, মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে।
রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের মোঃ সাব্বির হোসেন,(১৫) অসহায় গরীব স্কুল পড়ুয়া ছাত্র কিডনি জনিত রোগে ভুগছে। সংগঠন টির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, অনেক এনজিও ও ধনী ব্যক্তি  আছে -করোনার এই দূর্যোগের সময় অসহায় পরিবারের জন্য এগিয়ে আসছে না, ” প্রবাসী পরিবার মানবিক সংগঠনটি” ইতিমধ্যে অনেক অসহায় গরীব, এতিম, মসজিদ মাদ্রাসায়  আর্থিক সহায়তা প্রদান করেছে, আমি শুনেছি। এই সংগঠনটির প্রতি উত্তর উত্তর সম্মৃদ্ধি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন -আলহাজ্ব মোঃ আশরাফ আলী,  মোঃজহিরুল ইসলাম,মোঃ হামিদুর রহমান রাকিব,মোঃ শামীম মিয়া। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!